নিশাচর

✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

রাতদুপুরে নিশাচর পাখীর ডাক
রাতের ঘুটঘুটে অন্ধকারকে আরও ঘন
নিবীড় করে তুলে।
দূর দূরান্তের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু শব্দ

সজোড়ে আমার কর্ণকুহরে প্রবেশ করে।
খোলা আকাশের নিচে এক নিস্তব্ধ পরিবেশে
গাছের ডাল বেয়ে চাঁদ আর
জোনাকির আলো আধাঁরি খেলা।
ভয়াল জনাকীর্ণ একাকীত্বে আমি ঠাঁই
দাঁড়িয়ে চৈতের রাত দুপুর বেলা।।
মুহুরী নদী থেকে আসা উত্তরের
হাওয়া ছুটে চলে শো শো শব্দে গ্রাম
ছাড়িয়ে অন্য গ্রাম।
চারিদিকে শুধু ভয়াল করুণ আর্তনাদ।
অপেক্ষা শুধু নতুন সূর্যোদয়ের এক
নতুন ভোরের।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ