অজস্র সংশয়ের গ্যাড়াকলে আমি
বন্দী হয়ে আছি,
সেই রাতভোর থেকে নিশীথের
অন্ধকারে।
সন্ধ্যার আকাশ ডুবন্ত,
মেঘেরা ঢেউ খেলছে এদিক থেকে
ওদিক ;
বৈশাখীর একছটা গরমে নাজেহাল
হয়ে দিন কাটানো,
যেনো এক অস্বস্তির কারাবাস।
ধারালো কথাগুলো এখন,
আগের মতো তোড়ফোড় করে দিতে
পারে না;
সেকাল থেকেই সবকিছু অবগত,
কেউ কারো নয়,
শুধু মেকিপ্রেমের বিলাপ।
কৃষ্ণচূড়া এখন আর আগের মতো
প্রেমের ছবি আঁকে না,
রাজপথে এখন সে প্রায়শই অদৃশ্য
বৈরাগ্যভরা আকাশের মতো
অষ্টাদশীরা,
এখন আর শুন্য হাত ধরে না;
শক্ত হাত ধরে এগিয়ে যেতে চায়।
লোকে বলে অনন্তপ্রেম!
আমি বলি,
অনন্তপ্রেম বলতে কিছু হয় না,
সবকিছু প্রয়োজনের খেলা;
শুন্য হাতে হয় না কোনো প্রেম;
প্রেম শুধু দেয়া নেয়ার খেলা।
0 মন্তব্যসমূহ