যে ব্যক্তি স্পষ্টবাদী
তার কটাক্ষ নাই বা করলেন।
সত্য কে যে বরণ করে
তার পাশে একটু থাকেন ।
সৎ সংকল্প , সৎ চিন্তা
যে ব্যক্তির মস্তিষ্কাধীন।
মানুষ যে হতে চায়
তাকে মানুষ হতে দিন ।
অন্যায়ের প্রতিবাদ করা
যে ব্যক্তির রক্তে মেশানো।
তার পথ রোধ না করে
আপনি না হয় তার সঙ্গে গর্জে উঠুন ।
মিথ্যার পূজারী না হয়ে
যে ব্যক্তি সত্যের কান্ডারী হন।
মানুষ যে হতে চায়
তাকে মানুষ হতে দিন।
যে ব্যক্তি ন্যায় কে খুঁজতে
আটকে গেছে গোলক ধাঁধায়।
আপনি না হয় তার বন্ধু হয়ে
গোলক ধাঁধার দ্বার খুলেদিন ।
অসৎ ব্যক্তির মুখোশ খুলা
যার পরম ধর্ম হয় ।
মানুষ যে হতে চায়
তাকে মানুষ হতে দিন ।
0 মন্তব্যসমূহ