প্রজন্ম পূর্ণিমাকে

✍️ অর্পিতা দাস

পথ চেয়ে বসে থাকা ,
সঞ্জীবনীর মতো শত শত ছন্দ।
ভেজা মাটির গন্ধে আলতো হাসিতে হারানো মন,
ঝরা কৃষ্ণচূড়া আর অমলতাসের
পাপড়িতে ছুঁয়ে যায় অনুভূতি।
তোমার ভিড়ে সৃষ্ট কবিভাবনা,
অস্থির সুরে বেজে যায় প্রেমের স্রোতে

শোকাহত শহরের সবুজ প্রকৃতি
বিষন্ন চোখে হয় অশান্ত নদী।

হাহাকার করা সপ্তরঙছটা
নিঃস্ব অন্ধকারাছন্ন নিঃশ্বাসে কেউ ভাবে না-
"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে"
তোমায় ঘিরে সব ছন্দ আসুক
পূর্ণিমার চাঁদের হাসি হয়ে.......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ