কখনো যদি আকাশে জমে কালো মেঘ,
আর আমার বুকের ভিতরে নামে অঝোরে বৃষ্টি।
তখন যদি আসে এক ঝাঁক ডানা ভেজা পাখি ,
আশ্রয়টুকু চায় আমার ঘরে।
তবে আমি কি-
ফিরিয়ে দেবো তাকে অতীতের ঘরে ?
মন বলে আজ ,
আসুক পাখির ঝাঁক।
ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে,
ভেঙ্গে দিয়ে যাক আমার নিরবতা।
থেমে যাক বুকের ভিতরে ওঠা বৃষ্টি,
সব ধুয়ে মুছে হোক নতুনের সৃষ্টি।
ক্ষতি কি যদি আজ আমিও চাই যেতে,
ডানা ভেজা পাখিদের সাথে।
0 মন্তব্যসমূহ