মাধবী প্রভঞ্জনে---
রঙ্গনে রঙ্গনে মধুপের মাধুরী,
অতল নদীতে মনোরমা লহরী,
নবীন কিশলয় ভরা বিটপীর শাখে,
মধুসখা ডাকে কেবল শাখীর কাঁখে।
মাধবী প্রভঞ্জনে---
চৈতি ঝর নামে উড়িয়ে ধুলোবালি,
কালো যবনিকার অহমিকার পালী,
তৃণাঙ্কুরে সঞ্চারে রস নির্ঝর ঝর্ণা,
সেজে ওঠে ধরণী পাহাড়ী সুপর্ণা।
মাধবী প্রভঞ্জনে---
অঞ্জনে অঞ্জলি ধরায় কেবল সুধা,
মহীরূপে দূর হয় জীবের মনন ক্ষুধা,
আসে বাসন্তী যে পাড়াগাঁয়ের মাঠে,
রস নানা যায় ভরে নিত্য সভার হাটে!
0 মন্তব্যসমূহ