মধ্যরাত্রি অতিক্রান্ত ,
ঘুমন্ত দুটি চোখ ,
কী কালো অন্ধকার চারপাশ
অবচেতন মনে চোখ থেকে গড়াল,
টপটপ করে কান্নার জল
যে কান্না নিয়ে ঘুমিয়েছিলাম,
চেতনায় অপমান লাঞ্ছনার জবাব
দিতে পারি না,
ঘুম যেন সেই যন্ত্রণার মুক্তি।
চেতনায় আত্মহননের কষ্ট,
অবচেতনে আত্মসমর্পণের স্বস্তি।
0 মন্তব্যসমূহ