দাম


                 পৌষালী ভৌমিক

আমি দাম খুঁজি,
ল্যাম্পপোস্টের নীচে আলোতে নয়
আঁধারে চাপা পড়া শত শত চোখের,
নিকোটিনের ধোঁয়ায় যেখানে চারপাশ গুমোট
দীর্ঘশ্বাসের বাষ্পে বেঁচে থাকা এক প্রাণের।
আমি দাম খুঁজি,
আধপেটা গোল রুটির উষ্ণ ঢেঁকুরে
রেস্তোরাঁর উচ্ছিষ্টে জমে থাকা তৃপ্তির,
বৃষ্টির জল যেখানে খানিকটা বেশি ভেজা
মেঘ ছোঁয়া দু-কামরা ফ্ল্যাটের শীতল হাওয়ার।
আমি দাম খুঁজি,
একদলের প্রাইস ট্যাগে ছাপা মূল্যহীন অঙ্কে
দু-টাকায় কেনা অপরিণত স্বপ্নের মান কত?
অজানা নেশায় বন্ধ মস্তিষ্কের দোরগোড়ায়
অস্পৃশ্য একজোড়া হাতের কাঁচের চুড়ির দাম কত?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ