অভিজিৎ চক্রবর্ত্তী
নারী জাতি বিধাতার এক বিস্ময়কর উপহার।
যত শক্তিশালী হোক না পুরুষ নারীর কাছে মানতে হয় হার।।
কখনো বা স্নেহ দয়া মায়া মমতাময়ী রূপ।
কখনো আবার সিংহবাহিনী রণ মূর্তি স্বরূপ।।
কখনও কখনও অসহায় অবলা শান্ত নীরিহ ছবি।
কখনো আবার বিষন্ন বদন কান্নার ভরাডুবি।।
পছন্দের স্পর্শে জন্ম হয় প্রেম ভালোবাসা আর প্রণয়।
অপছন্দের ছোঁয়ায় লাঞ্চিত হয়ে তিলে তিলে হয় ক্ষয়।।
0 মন্তব্যসমূহ