আমি শিক্ষা চাই ,
আমি এমন শিক্ষা চাই
যা অন্যায় এর বিরোধ করতে শিখাবে ।
পথে বসে থাকা বৃদ্ধের ,
সাহায্য করতে শিখাবে ।
আমি শিক্ষা চাই,
যা আমাকে মনুষত্বের শিক্ষা দেবে।
শিক্ষা দেবে মূল্যবোধ এর ।
আমি শিক্ষা চাই ,
পথে হাঁটা গর্ভবতীর সাহায্য করার ।
মুমুর্ষ রোগীর সেবা করার।
আমি শিক্ষা চাই,
মিথ্যা বলার আগে ঠোঁট কাঁপার।
ভুল করে শিকার করার।
আমি এমন এক শিক্ষা চাই ,
যে শিক্ষা আমাকে সাহস দেয়
সত্যের পাশে আজীবন থাকার ।
আমি শিক্ষা চাই ,
শিশুদের সিংহের মতো সাহসি করার।
0 মন্তব্যসমূহ