আমি জীবন্ত হতে চাইনি

   ✍️পৌষালী ভৌমিক

আমি জীবন্ত হতে চাইনি...
বিষাদের সুর যখন বুকে বাজছিল,
সেই সুর আমি থামাতে পারিনি
আমি...জীবন্ত হতে চাইনি...
মনে যখন আনাগোনা থেমেছিল,
তখন ঢেউ খেলাতে পারেনি
আমি...জীবন্ত হতে চাইনি...
শিউলি তলায় তখন ও ঘ্রাণ ছিল,
কিন্তু শুভ্রতা কুড়িয়ে পাইনি
আমি...জীবন্ত হতে চাইনি...
শব্দ যখন নিঃশব্দ হয়েছিল,
আমি তীব্রতা খুঁজে পাইনি
আমি...জীবন্ত হতে চাইনি...
অভিমানের পারদ যখন চড়ছিল,
তখন আমি আমাকেই পাইনি.......।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ