"জীবন যেন কারাগার"

"জীবন যেন কারাগার"

একে একে দিনগুলো কাটছে হেলায় সব ।
জীবমাঝে নেই যে এখন, আগের কলরব ।।
স্কুলরুমে আর হয়না এখন পড়া-পড়া খেলা।
বেঞ্চগুলোতে জমেছে তাই বিষন্নতার ধূলা।।
ব্লাকবোর্ডে আর ভিড় করেনা ,নিউটন এর সূত্র।
ভরসা এখন অনলাইন ক্লাস আর নানান বইপত্র।।
গাঁদা গাঁদা আছে বই , সিলেবাস ও প্রচুর ।
নেই যে শুধু ক্লাসরুমে ওই সহজ সরল দুপুর।।
লেইজারেতে আর জমেনা ,কোলাহলের ভিড়।
মহামারীর প্রকোপে আজ শূন্য সুখের নীড়।
চিরসুখের সে মধুর দিনের পাই না দেখা আর ।
জীবন টা আজ মনে হচ্ছে যেন কারাগার !!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ