"নষ্ট ফসল"

"নষ্ট ফসল"

লাগিয়ে ছিলাম বহু কষ্ট করে, 
আজ আমি হতবাক নষ্ট দেখে। 
ঈশ্বরের কৃপায় মুই হয়েছিলাম ধন্য
সেই আমিই উড়িয়ে দিলাম আমার পণ্য। 
ন্যায্য দামে চলছি আমি অনবরত প্রতিদিন,
সেই সম্পদ আমার কাছে অমূল্য একদিন।
পরিবারের পেটের ভাত কিসে করিবো যোগাড় 
আমি এক ক্ষুদ্র চাষা সর্ব শান্ত হলাম এবার। 
দেশজুড়ে সবাই করে চাষার জন্য আন্দোলন 
দশের মধ্যে আমি এক ক্ষুদ্র চাষা কী করি এখন?
সবার এখন আন্দোলনের নেইকো দরকার 
সবার আন্দোলনের ফসল হয়েছে চমৎকার। 
পরাধীন থেকে স্বাধীন দেখিনি এই আন্দোলনের ধরন
দেশের সম্পদ নষ্ট করে সবাই বলছে আন্দোলনের ফসল।
গান্ধিজীও লবণ তৈরি করে করেছিল ডান্ডি অভিযান, 
লবন কিংবা দেশীয় সম্পদ নষ্ট করেনি একবার। 
পক্ষে - বিপক্ষে যাই আসুক ফসল সবার 
আমি গরীব হলাম আন্দোলনে নষ্ট এবার।
বিবেকানন্দ ডাক দিয়েছেন ভারত গড়ার
রেল ভাঙ্গাতে আমি পেলাম গরীব মরার।
যখন নষ্ট হচ্ছে চারিদিক নেতারাও দিচ্ছে উসকানি, 
আমি একটু নষ্ট করলে ক্ষতি কি, পস্তাবো তো আমিই।
জেনেশুনে সবাই সঠিকটা করি ভুল 
চাষা হয়ে জন্মিয়ে দিচ্ছি তার মাসুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ