✍️ বিপ্লব গোস্বামী
ইচ্ছে করে উড়ে উড়ে চাঁদের দেশে যাই
সেথা গিয়ে স্বপ্নে দেখা পরীর দেখা পাই।
ইচ্ছে করে পরীর সনে আকাশ মাঝে উড়তে
মেঘের ভেলায় ভেসে ঐ বাযুর সাথে দুলতে।
ইচ্ছে করে উড়ে উড়ে দূূূর চাঁদের দেশে যাই
সেথায় গিয়ে চরকা কাটা বুড়ির দেখা পাই।
ইচ্ছে করে দেখে আসি যে তারার ঝিকিমিকি
চাঁদের বুড়ির কাছে গিয়ে সুতা কাটা শিখি।।
ইচ্ছে করে উড়ে উড়ে রামধনুর দেশে যাই
সেথায় গিয়ে নকশা আঁকা মেয়ের দেখা পাই।
0 মন্তব্যসমূহ