বরিষা

   ✍️ অসীম দেববর্মা 
        -----------------------------
আকাশে কালো মেঘের ঘনঘটা 
মেঘেদের বুক চিঁড়ে পড়ল বৃষ্টির ফোঁটা,
অবিরাম ধারাতে নদী তার ছন্দ হারায় 
বর্ষার জল গ্রাম থেকে শহর ভাসায়।
পুকুর টোপার মতো ভরে টইটুম্বুর 
আরেকটু হলেই মাছেদের নিয়ে ছুটবে বহুদূর, 
চাঁদ সদাগরের মতো বানিজ্যে যেতে চায় 
কৈশোরের অবুঝ মন কলার ভেলায়।
কবি ব্যস্ত নতুন ছন্দে বর্ষাকে নিয়ে গান লিখতে 
পল্লী গাঁয়ের অ-ছোঁয়া রমনীর আবেগী মনকে জানতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ