এবার বর্ষায়

   ✍️ অপর্ণা সিনহা

বর্ষা মানে আষাঢ়, আষাঢ় মানে রথ
আনন্দ খুশিতে ভরা সকল জনপদ।
রথে বসে জগন্নাথ,পথে তাঁরই ভক্ত
টানে রথ সবাই মিলে হাতে দড়ি শক্ত!

মা মাসিদের গানের তালে রথ দোলে 
ঢোলক বাজে মৃদঙ্গ বাজে সরগোলে!
শিশুদল আগে ভাগে সু্যোগেতে রয়
হরিলোট পেতে হবে করতে নেই ভয়।

কিন্তু এবার, রথের যাত্রা, যেন মৃত্যুপুরী
বলা নেই কওয়া নেই, নিল প্রাণ কাড়ি!
মুহূর্তেই সব জ্বলেপুড়ে হলো ছারখার
তাজা প্রাণ চলে গেল নিমিষেই এবার!

ধ্বংসলীলা দেখে প্রভু মাথায় রাখে হাত
চোখ হল গোল গোল, কোথা গেল হাত?
সবাই বলে, অঘটনে তাঁরই যেন হাত
হঠাৎ ভক্তেরা ভাবে, তাঁর তো কাটা হাত!

দায়ি কে ধ্বংসলীলার,এতজনের মাঝে?
জানি শুধু অতিরিক্ত কিছুই ভালো নয়যে!
ধর্ম যখন উন্মাদনা, বিপদ তখন সবার,
এমন বর্ষার রথ যেন,আসেনা বারবার।
                                

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ