✍️ দীপক রঞ্জন কর
তালতলার তালুকদার
মজার সাথী মজুমদার।
হালদার বড়ই মালদার
দোস্তিদারের অস্তি-সার।
দত্ত বাবুর সত্য কথা
গুপ্ত বাবুর সুপ্ত ব্যথা।
বণিক বাবুর টনিক ছাড়া
মল্লিক বাবু দিশেহারা ।
মন্ডল বাবুর ক্যান্ডেল ধরে
কুন্ডু বাবু চন্ডিগড়ে।
নন্দী বাবু ফন্দি করে
মিশ্র বাবুকে বন্দী করে।
নট্টপড়ার হট্টগোলে
বৈদ্য বাবু চাল চালে,
পাল বাবুর কূট চালে
সেন বাবু যায় জেলে।
নাগ বাবুর রাগ বেশি
ভয়ে কাঁপে দাস-দাসী।
ঘোষ বাবুর কথার দোষে
বোস বাবু রাগে ফুঁসে।
ব্যানার্জি বাবুর এনার্জি নাই
আচার্যি হল বাবুর্চি তাই।
আক্তার বাবু ডাক্তারি পড়ে
নাথ বাবুর তাঁত ঘরে।
কর বাবুর কপাল খারাপ
ওঝা করে সোজা আলাপ।
কাজী সাহেব দিলেন রায়
মাঝি ভাই রাজি তাই।
জানা বাবুর আছে জানা
রানা ভাই যে রাতকানা।
মালি বাবু ছাড়েন বুলি
আলী ভাই মারেন তালি।
লোধ বাবুর প্রতিশোধে
সিং দা ভোগে বৃষ্টি রোদে।
চক্রবর্তীর চক্করে পরে
মুখার্জি আজ ভবঘুরে।
ভট্ট গেছেন চট্টগ্রামে
গান্ধী বাবু তার বামে।
শীল বাবুর কিল খেয়ে
ভীল বাবু আসেন ধেয়ে।
ভৌমিকের মৌলিক কাজে
পোদ্দার বাবু মরে লাজে।
সরকার চলে দরকার বুঝে
সিকদার ভাই শিকার খুঁজে।
সাঁতরা বাবু মাত্রা ছেড়ে
সুর তুলেন রোজ ভোরে,
বড়ুয়া বাবু ঘরোয়া লোক
নিরবে করেন উপভোগ।
চৌধুরীদার ফৌজদারি মামলায়
ঘোষাল,সান্যাল পরেন হামলায়।
গায়েন বাবুর আইন দেখে
হাজরা বাবু দাঁড়ালেন রুখে।
অধিকারীর ন্যায্য অধিকার
বসাক চাইছে পোশাক তার।
কোনার বাবু সোনার মানুষ
হোসেন,মিঞায় আছেন খুশ।
বর্ধন বাবুর গর্দন ব্যথায়
নাথ বাবুর হাত বুলায়।
দাম কাকুর ঘাম ঝরে
প্রসাদ বাবু পাত্র ধরে।
শর্মা, বর্মা, বার্মা হতে
কোরমা আনে বিলায় পাতে।
মিত্র বাবু চিত্র আঁকে
রায় পাড়ার নদীর বাঁকে।
নম বাবুর সমবয়সী
দাদ বাবু প্রতিবেশী।
বড়াল সদা আড়াল থাকেন
চন্দ বাবু ছন্দেই হাঁকেন।
মাইতি বাবু নাইতে গেলে
পালিত বাবুর দেখা মেলে,
বিশ্বাস বাবুর আশ্বাসের সঙ্গে
খান ভাইয়ের মান ভাঙ্গে ।
মল্ল দাদার গল্প নিয়ে
বিন বাবুর দিন কাটে ,
ভদ্র বাবুকে ভদ্র দেখে
শূদ্র সাহেব সাথে রাখে।
আঢ্য কাকা যাবেন ঢাকা
পুরকায়স্থের পকেট ফাঁকা।
যাদব সঙ্গে আসেন বেড়া
মাহাত বাবু সবার সেরা।
রিয়াং বাবু ইয়াং ম্যান
চাকমা,ভৌমিক আছেন সেন,
সূত্রধরের সূত্র ধরে
লস্কর,পন্ডিত বিচার করে।
বৈদ্য, রাহা, দেব,পাটারি
বসু, সাহা, গুহ ,ব্যাপারী ,
বর,দে,শিব,কবির, মান্না
অনেক হল আজ আর না।
বৈরাগ্য করে আরোগ্য লাভ
সমাদ্দারের সাথে সামন্তর ভাব,
আব্দুল, পাঁজা, বর্মন, কাপালী।
শত পদবীতে হল পদবী পাঁচালী ।
0 মন্তব্যসমূহ