৫ই জ্যৈষ্ঠের ভালোবাসাবাসি

ইন্দ্রানী ভট্টাচার্য

প্রেমে পড়ার আরেকটি মাস 
হচ্ছে জৈষ্ঠ্য,
প্রেমে ভাসবার আরেকটি জায়গা হচ্ছে রেল ষ্টেশন ।
প্রেমের আরেকটা ঋতু 
হচ্ছে গ্রীষ্ম ….
ভালোবাসার জিওন কাঠি নিয়ে
বাংলা ভাষায় মাখামাখি হয়ে
কাঠ ফাটা রদ্দুরে 
রক্ত ছড়িয়ে দিয়েছিল 
এগারোটা আলো ।
ত্রিযামা শেষে 
যেখানে জীবন অপেক্ষা করেছিল 
এক আপোষহীন দিনের,
সেখানে গর্জে উঠেছিল..
আগুন…. আগুন !
নৃশংসতার লেলিহানে মাখামাখি হয়েছিল
এগারোটি রংমশাল...

আমরা এখনো ভেসে বেড়াই
ফিনিক পাখীর মতো
জ্যৈষ্ঠের অবগাহনে...

একটি মন্তব্য পোস্ট করুন