মেঘলা সময়ে

   ✍️  গৌরব নাথ

নৌজোয়ান মনন শিল্পে ভাস্করের মধ্যে
হয়ে ওঠে এক গম্ভীর রূপক শিল্পী;
সায়হ্নের আবছায়া আলোর শরীর,
কারুর আপন সঙ্গী হয়, ন্যাসপালের আড়ালে।

বৈকালিক ডাইরির অদৃষ্ট চিত্রলিপিতে দেখা যায়,
ডাউক যাচ্ছে সমীরণের বিরহে কোনো এক নীড়ে;
কারুর ভালোবাসার রোদ ডুবে প্রেম বিনোদনের রাতে,
হাতেখড়ি হয় সদ্যজন্মা প্রেমিকের।

মেঘ মেদুর নুমনায় আসন্ন নির্বাচিত নির্বাসনে,
ফোঁটা বৃষ্টি আসবে বলছে খানিকক্ষণ পরে
আমাকে ভেজাতে শেষমেশের সমুদ্রে;
সাথে আসবে শো- শোয়াশো এর ভীতি নিয়ে মেঘমন্দ্র।

একটি মন্তব্য পোস্ট করুন