জটিল সমীকরণ

রাহুল দেবনাথ

বেকারত্বের ক্লান্ততা পেরিয়েও,
খানিকটা বিরতি লাগে।
এক, দুটো খুচরো আবদার,
শুধু তুমি।
সীমিত শাসনের আদরে,
যেখানে তোমাতে আমি পূর্ণ পায়।
ভুলে যায়, ফেলে আসা রাতকে!
কিন্তু ব্যথারা সব জানে,
পাঁকা হাতের জটিল সমীকরণে,
সীমিত সম্ভাবনারা বালি চাপা।
তখন মনে হয়, আশাগুলো ঠিক পরিমিত।
দীনতার চৌখাট পেরিয়ে,
সময়কে খানিকটা সময় দিয়ে,
পৃথিবীর সমস্ত নিয়মকানুন ভেঙে 
স্মৃতির অগোচরে বলতে ইচ্ছে করে না?
আমি তোমায় ভালোবাসি.....

একটি মন্তব্য পোস্ট করুন