✍️সংগীতা শীল
সোনার তরীর পালে
বয়ে আনলো পলাশ বনে,
বাসন্তী রঙের শাড়ী পড়া
খোঁপায় একগুচ্ছ রজনী
আবীর হাতে এগোচ্ছো
সামনে আমি।
আমার কাঙ্ক্ষিত প্রেমে
বসন্ত রাগে অস্থিরতায়
গোটা গায়ে মেখে দিলে
আগুন রাঙা আবীর
আঁচল টেনে;
রাঙিয়ে দিলাম সেই রঙে
লজ্জায় তুমি লাল;
ক্রমাগত আঁকড়ে ধরছো আমায়
শোনা যাচ্ছে অনুচ্চারিত শব্দ
ভালোবাসা ভালোবাসি।