কালো আকাশ

 
        ✍️ দীপু দেবনাথ 

সুখ পাখিটা রয়েছে ঘরে 
  নীল আকাশের খুঁজে!
কালো মেঘের চাদর গায়ে 
আকাশ রয়েছে ঘুমিয়ে।

আঁখির কোনে কাজল কালো 
কালো যে রূপের ঘুন বাড়ালো
    একেই পথের দুদিগন্ত 
   এক যে যায় নদীর চরে 
      এক যে যায় ঘরে।
 
 নয়ন নীরে গহীন বনে
    ছিল তার একা ঘর
প্রাণের বন  ছিল আপন 
     যায়নি যখন উরে।

একটি মন্তব্য পোস্ট করুন