✍️আলমগীর কবীর।
যখন কোনো কর্ম ক্ষেত্র থেকে বাড়ি ফিরি
ক্লান্ত শরীর নিয়ে একটা চেয়ারে বসে পড়ি।
চেয়ারে বসে বসে মনে পড়ে হাজারও কথা
জীবনে চলার পথে পেয়েছি যত ব্যথা।
ভাবতে থাকি এ কি আজব দুনিয়া
যেখানে এক পলকের মাঝে জরিয়ে পরি মায়ায়।
আবার কখনও কেউ ব্যথা দিয়ে থাকে
সেই চিত্রখানি তখন মনের মধ্যে ছবি আঁকে।
ভালবাসায় ভরা এ মানবজনম
আবার আঘাত দিয়ে চলছে বর্তমান ভুবন।
জীবন ধারায় মিলেছে কত বন্ধু প্রিয় সাথী
তাদের কভু ভুলার নয় তবু হারিয়ে যায় দেখি।
প্রিয়জন প্রিয়ই রয় হৃদয়ের মাঝে
তারাই আপন পর কাজে অকাজে।
1 মন্তব্যসমূহ
অসংখ্য ধন্যবাদ সম্পাদক, সহসম্পাদ, ও অন্যান্য বিচারক মন্ডলীদের..... 🌹🙏
উত্তরমুছুন