✍️ রিপন সিংহ
অঘ্রানের শেষ সন্ধ্যায়, তোমার নরম দেহের মতো কুয়াশা
ঢেকে যায় অন্ধকারে।
তারপর এই শহরের দক্ষিণ বুঝে, ঐ দূরে
কুশের ঝাউয়ে শেয়ালের গান,
অনেক ক্লান্ত, এই সন্ধ্যা ---
তাই দু'জনের -- রাত্রির আহ্বান।
আজ দু'জনের মিলনের রাত,
চারিদিকে গভীর রাত, নরম কুয়াশা,
গভীর
গভীরতর
মৃত্যুর মতো যখন সন্ধ্যা আসে,
তখন উষ্ণ ঠোঁটের উপর নরম ঠোঁট
হৃদয়ে তার সমস্ত দেহ
তারপর যখন আবার,
হৃদয়ে তার গান বাজে।
সন্ধার সূর্যের মতো,
পৃথিবীর সমস্ত রঙ কুশের ঝাউয়ে
তারপর সন্ধ্যামনির মতো তুমি
আমার গভীরে।
শুধু একবার
তারপর আবার
যদি একুশ বছর পর দেখার ইচ্ছা হয়,
তোমার এই গভীর মন খুঁজে পাবে না আর
তারপর যদি আবার ইচ্ছা জাগে;
তারপর আবার
তখন তুমি চলে এসো
পৃথিবীর এই শূন্যতার পথে,
তখনও যদি খুঁজে না পাও
তখন বুঝে নিয়ো---
আমি অনেক ক্লান্ত।
0 মন্তব্যসমূহ