✍️ সঞ্চয়িতা শর্মা
কুয়াশায় ঢাকলো শহর,
চামড়ায় নিষ্প্রাণ স্তর,
নদীর বুকেতে দেখা মিলেছে
একাধিক বালুচর।
দুপুর বেলার রোদ,
আর অর্থের অবরোধ,
কপালে শিরা ফুলে ফেঁপে উঠে,
শত চিন্তার স্রোত।
সকালটা ছিলো মিঠে,
ছিলো মুক্ত আকাশ নীল,
দুপুর হতেই মধ্য সারির
কত কথা কিলবিল!
রাতের অন্ধকারে
আলো সঞ্চয় চাই।
তিন পায়ে ভর করেও যেন
কর্মেই রয়ে যাই।
0 মন্তব্যসমূহ