✍️ - মোহাঃ মোস্তাফিজুর রহমান |
নিয়তির খেলা মোহাঃ মোস্তাফিজুর রহমান কোথায় উধাও চিত্ত চাঞ্চল্য অনুভূতি প্রগাঢ় সৌহার্দ্য সম্প্রীতি কোথায় মানবতার মেলবন্ধন। মিশে গেছে মিথ্যা জৌলুসে আর অজুহাতে। অজুহাত এখন ! ব্যস্ততার নীল দরিয়ায় ঢেউ তুলে আর মানবতা ! লুটতরাজ পৈশাচিকের বাম পকেটে বৃদ্ধি পায় মিথ্যা জৌলুস আর চতুর্দিকে চলে নিয়তির খেলা। |
0 মন্তব্যসমূহ