✍️ চৈতন্য ফকির
ভালোবাসা ফেরি করে বুঝেছি
মানুষ যতটা হিংস্র যতটা কামুক
ততোটুকু প্রেমিক নয়।
প্রতিটি মানুষের মাঝেই হায়নার বসবাস
শুধু দূর্বলকে আঘাত করার কৌশল বুনতে বুনতে
আজীবন এক চক্রবুহ্যে ঢুকে যায়।
ভালোবাসা বিলাতে বিলাতে আমি এক ফতুর বালক।
১৪:০১:২০২৪
ভোর :৬টা৫৫মি
কুমারঘাট।
0 মন্তব্যসমূহ