✍️ দীপ্র দাস চৌধুরী
আমার বুকে বসন্ত খেলা করে
স্বার্থ ভুলে দেখাই মনের কথা,
মনের মাঝে অশান্তিময় ঝড়ে
উপচে ওঠে তোমার আমার ব্যথা।
জীবন সে তো পার ভাঙা এক নদী
দুকূল ভাসে তোমার চোখের জলে...
এমনি কাছে তোমায় পেতাম যদি
বুঝিয়ে দিতাম প্রেম কাহাকে বলে?
একটুখানি শান্তি দিয়ে আমায়
কোথায় গেলে এমন পাগল দিনে
মেঘ-কুয়াশা আটকে নিয়ে জামায়-
বুক পকেটে রাখব আবেগ কিনে।
0 মন্তব্যসমূহ