✍️ কলমে - প্রদীপ্ত চক্রবর্তী
এক নারী,মা যশোদা,
অন্য নারী, বোন;
এক নারী,শিশু সন্তান,
আত্মবিশ্বাস বন্ধু, নারী সর্বক্ষন।
আপন যে, সে সর্বদাই নিজের ধন,
ভালোবাসায় আছে, সবার মন;
দুঃচরিত্র কিছু নরাধমের বিশ্বাসঘাতকের দৌলতে,
পবিত্রতা হারায়, সহজসরল লোকেরা বোকামিতে।
কিছু পুরুষ হয়তো খারাপ,
নারীরাও আছে তার মধ্যতে;
নিজকে বাঁচাতে গিয়ে,
দোষ চাপায়,অবুঝের উপরেতে।
কেউ বলে, চরিত্রের অধঃপতন,
কেউ বলে,ওর স্বভাবটাই খারাপ;
আসল সত্য, দুরে ঠেলে,
নতুন তথ্য, নতুন সবার বাপ।
কোথায় গেল? মা যশোদার ভালোবাসা,
কোথায় গেল? ভাই - বোনের আদর;
পরের সন্তান যেন, আবর্জনার পাত্র,
আত্মবিশ্বাস বন্ধু, ভুলে যায়, স্মৃতির কদর।
নারীর আছে, অনেক রূপ,
শ্রদ্ধা ভক্তি ভালোবাসা;
সরল মনে, গড়ল না সাজিয়ে,
সৃষ্টি হোক শান্তি প্রেম মৈত্রী ও স্বাধীনতার আশা ।
আপন - পর, বুঝি না, একটু সত্য খুঁজি,
অগ্নি পরীক্ষা, সীতা মাতার নিতে চাই না;
মর্যাদা পুরুষত্বম রামচন্দ্রের সীতা বিয়োগ,
আর ঘটাতে চাই না।
আমরা সবাই ভালো হয়ে বলি,
এক সাথে চলি;
জয় শ্রী রাম বলে,
"আমরা মানুষ", এক হয়ে, সবাই আওয়াজ তুলি।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
0 মন্তব্যসমূহ