✍️ মনচলি চক্রবর্তী
হেমন্তের পরশে প্রকৃতি নূতন রুপে সাজে,
সোনার ধানের আভরণে ধরনী হাসে।
সোনালী ধান আসো কৃষকের ঘরে ঘরে,
মা লক্ষী আসেন তার সাথে হাসিমাখা মুখে।
ধানের প্রাচুর্যে পূর্ণ হবে কৃষকের শুন্য ঘড়া-
আনন্দে উচ্ছাসে ভরে উঠে,
দিনরাত খেটে খাওয়া চাষীদের মুখঝানা।
গোলা ভরা সেনার ধান,
আর বাটা ভরা সবুজ পান।
অন্নপূর্ণা এসো সবার জীবনে
থাকো সবার ঘর আলো করে।
সবুজ ক্ষেত ভরে উঠে ধনধান্যে
হমন্তের শুভারম্ভে মেতে উঠে সবাই নবান্নে।
0 মন্তব্যসমূহ