ডানা কাটা পাখি

  ✍️জবা দাস
আমি এক ডানা কাটা পাখি,
নিজেকে আমি সর্বদা আড়াল করেই রাখি।
স্বপ্ন আমার গগন ছোঁয়ার,
উড়ে যাবো একদিন মেঘের ওপার,
কিন্তু পায়ে যে আমার শিকল বাঁধা।
আমার ইচ্ছা আমি স্বাধীনভাবে বাঁচবো।
গাছের সেই শিশির ভেজা পাতার সনে ,
আমিও একদিন প্রানখুলে হাসবো।
আমি প্রানভরে ধরিত্রীর মধুমাখা রূপ দেখবো,
ভোরের সেই রবির আলোয় আমিও আমার দেহ রাঙ্গাবো।
আমার ডানা নেই , আছে আত্মবিশ্বাস,
তাই আমি একদিন ঠিক উড়ে যাবোই,
এটাই আমার বিশ্বাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ