✍️ সংহিতা চৌধুরী
রক্ত ভেজা ভালোবাসা হারিয়ে গেছে,
খুচরো পয়সার মতো ফেলে রেখেছিলাম।
ভেবেছিলাম যত্নে বুকের লোমকূপে আটকে যাব,
তা আর হলো না!
দিন দিন সিগারেটের ধোঁয়া হয়ে উড়েছি,
অথচ টেরও পাইনি।
মাঝে মাঝে ক্লান্ত দেহ নীবব নদীতে ভাসতো।
হাওয়া বদলে যায়, আমি স্থির থাকি।
একসময় দমকা হাওয়া এসে অন্ধকারে তলিয়ে যায়।
খোঁজ পেতে গভীর জলে ডুব দিতাম,
ঝিনুক, শামুকের ছোঁয়ায় হৃদস্পন্দন বাড়ে
তবুও আশা আমার হাত ছাড়ে না।
ঐ যে ট্রেন থামলো, অপলক চোখ নিমিষে হারিয়ে যায়!
অবশেষে বগি খালি, ভালোবাসার মৃত্যু দেখেছি খালি চোখে।
0 মন্তব্যসমূহ