প্রিয় নজরুল


                   ✍️ গোপাল বনিক

প্রিয় নজরুল 
তোমায় দেখিনি, শুধু তোমার বাঙময়ী রূপ শুনেছি।
এই বন্ধ্যা মায়ের নিঃস্বব্দ কান্নার মাঝে তুমি বলেছিলে 
"আমি সেইদিন হব শান্ত
 যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়্গকৃপাণ ভীম রণভূমে রণিবে না..."

হায় নজরুল,
 তোমার সাম্যবাদী গান এখনো চার দেয়ালে ডুকরে কাঁদে।
ধর্মের ব্যাপারীরা এখনো মন্দির মসজিদে ষড়যন্ত্রের বোমা বাঁধে।

মনে পরে প্রিয় নজরুল, ওই দিন উচ্চস্বরে বলেছিলে:
"প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!"
হায় নজরুল,
তোমার 'কৈফিয়ত ' শোক প্রস্তাব এর মতোই
আজ শুধু দুই মিনিট নীরবতা পালন।
শুধুই মুখ ভরা বুলি আর ক্ষমতার আস্ফালন!


এসো নজরুল, ফিরে এসো
সর্বনাশের শেষ প্রান্তে দাঁড়িয়ে -
আমরা তোমার মুখেই শুনতে চাই  শেকল ভাঙার গান।
          হে নজরুল,
তোমায় প্রনাম, তোমায় প্রনাম।।
          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন