কবিতা লিখা

  ✍পাপন দাস
আমিও কবিতা লিখবো একদিন,
কোন এক কাক ডাকা ভোরের সকালে।
আমিও কবিতা লিখবো একদিন, 
কোন সন্ধ্যেবেলায় শিওর না থাকা না খেয়ে ঘুমিয়ে পড়া মানুষটাকে নিয়ে।
আমিও কবিতা লিখবো একদিন, 
সত্য কথা বলার অপরাধে যে ছেলেটাকে চড় মারা হয়েছিলো তার প্রতিবাদ জানিয়ে।
আমিও কবিতা লিখবো একদিন, 
রাস্তায় অবলা প্রাণীটাকে অহেতুক রক্ত ঝাড়ানোর ধিক্কার জানিয়ে।
আমি কবিতা লিখবো একদিন,
জীবনের শত টানাপোড়নে হাজারো ইচ্ছে নিয়া বাঁচা সতেরো বছরের ছেলেটাকে নিয়ে।
আমি একদিন কবিতা লিখবো,
যেখানে ছাপাখানা অক্ষরেই লেখা থাকবে সাহেব নির্দোষ ছেলে নসীবের গায়ে হাত তুলার পেছনের কারণ নিয়ে।
আমি কবিতা লিখবো,
ধাক্কা খেয়ে মাটিতে পড়া ছেলেটা উঠে আবারও সত্যকে তুলে ধরা সাহসী বীরের পরিচয় দেওয়া প্রিতমকে নিয়ে।
আমি একদিন কবিতা লিখবো, 
বারবার চ্যালেঞ্জ  জুরে দেওয়া "আমি পারবো" বলা ছোট ভইটাকে নিয়ে।
আমিও কবিতা লিখবো একদিন, 
নিজের কিছু না থাকা সত্বেও সব আছে ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সৎ মনোবল থাকা ঐ ছেলেটাকে নিয়ে।
আমি কবিতা লিখবো একদিন, একদিন কবিতা লিখবো আমি
কোন এক মনুষ্যত্ববোধ জাগ্রত, পরদুঃখী,সাধারণ মানুষের স্বাধীনতা বাঁচিয়ে রাখা, সুচিন্তায়ক কোন এক নেতাকে নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ