✍️ অনুরাগ ভৌমিক
এখানে সময় নদী নয়, মেঘ হয়ে চড়ে বেড়ায়।
চুপ থাকি সবুজ পাতার মতো,
পিতার দেওয়া আলো এখনও পথ দেখায়।
ভাট ফুলে ছাপ রেখে যায় আমার সময়,
রাত আসে, পরিচিত শীতের রাত,
সমর শেষে-
ক্ষুধার কাছে আমার সমর্পণ।
ঝরে পড়ে খেঁজুরের রস,
ভোর পৌঁছায় পৃথিবীর ঘরে ঘরে,
মাঠে মাঠে জ্বলে বুড়ীর কুটির।
আনন্দ শেষে হৃদয়ে জেগে উঠে আগুন,
তবু শীত আসে, পীঠের ঘ্রাণ ভাসে,
আমাকে একা রেখে সে হাঁটে আমাদের পাড়ার পথে...
0 মন্তব্যসমূহ