মা এসেছি স্বাধীন দেশে!

     ✍️প্রীতম শীল
ওমা উঠো,,,, ওঠো মা ওঠো,,,, দেখো চারদিকে কেমন স্বাধীনতার নিশান উড়ছে। মা আমরা স্বাধীন দেশে এসে গেছি,,,, মা ওঠো বলছি।
মা শুনেছি স্বাধীন দেশে নাকি খাবার পাওয়া যায়। তোমাকে পেট পুরে খেতে দেবে । তুমি আর ঘুমিয়ে থেকোনা। 

ঐ তো, দেখো দেখো আমার মতো বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের কি সুন্দর পোষাক। তাদের পিঠে আজ বইয়ের কোনো বোঝা নেই, কি সুন্দর হাসছে, ওরাও আজ কেমন স্বাধীন। দেখো দেখো ওরা কিভাবে গাইছে মা "জন গন মন - অধীনায়ক জয় হে" 

ওমা এটাই কি স্বাধীনতার গান? 
মানুষ কী স্বাধীন হলেই এমন গান গায়?
মা কবে গাইবো আমি এ গান।এ গান কি আমাদের জন্য নয়? কবি কি শুধুই  ওদের জন্য লিখেছেন?

মা দেখো দেখো স্বাধীনতার নিশান উড়ছে আজ  বিজয় আকাশে।
ত্রিরঙা পতাকা হয়ে পুস্প বৃষ্টি ঝরছে দক্ষিণা বাতাসে।
কুচকাওয়াজে মুখরিত হচ্ছে আকাশ বাতাস।

তুমি মা ঘুমিয়ে রইলে? কোন্ সে পরাধীন দেশে।

উঠো মা উঠো, আমিও যে তোমার হাতটি ধরে বাচ্চাদের সাড়িতে দাঁড়াতে চাই।
আমিও যে মিড-ডে-মিলের খাবার পেট পুরে খেতে চাই।
আমিও যে বড়ো বড়ো বই পড়ে মানুষের মতো মানুষ হতে চাই।

মা দেখো দেখো স্বাধীন দেশের মানুষ গুলো আমাদের মতো নয়,ওরা ভীষন সুন্দর। চকচকে গায়ের রং, শরীরে  কোথাও কাঁদামাটি লেগে নেই। শরীর থেকে সুকোমল  গন্ধ ছড়িয়েছে বাতাসে। 

তবে ওরা আমাদের কে কাছে ঘেষতে দেয়না,
আমাদের শরীরের বাসি গন্ধে আজ নাকি ভাইরাস ছড়িয়েছে। তবে ওনারা জানেন না, খোলা ছাদের নিচে পৃথিবীটা কেমন বিষাক্ত।  চারদিকে কিলবিল করে কোটি কোটি ভাইরাস। 

তবে আমার জন্মও যদি ওদের মতো এমন স্বাধীন দেশে হতো? কোর্ট  টাই পড়ে,  আমিও বলতাম " এই আমার দেশ,  আমিও স্বাধীনতার মুক্ত আলো গায়ে মাখি।

ঠিক বলিনি মা? 
 ও- মা!  চুপটি করে থেকোনা। তোমার এই নিরবতা আমার দুগ্ধ কন্ঠে আজ গান হয়ে উঠবেনা।

আজ এই প্রশ্ন চিহ্নের মাঝে আমাকে একলা ফেলে রেখে তুমি যেতে পারোনা মা।

তুমি ফিরে এসো, দুজনে মিলে আবার স্বাধীনতা ভিক্ষে চাইবো এই কোর্ট টাই পড়া বাবুদের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন