✍️সুবীর রায়
শিক্ষক হয়ে ভিক্ষুক আজি
ভিক্ষা দেয়না সরকারে,
তারাই ছিলেন বিদ্যালয়ে
ছেলে-মেয়েদের দরকারে।
ভুল কি ছিল?
চাকুরিতে ডেকেছিল সরকারই
তবে কেন চাকরি গেল?
সবাই ভুলে থাকতে চাই
নতুন করে শিক্ষানীতি
শিক্ষক যাক ছারখারে!
একদিন আগে চাকরি পেলে
যোগ্য তারা হয়ে যায়,
এমনতর নীতির ফলে
চারিদিকে হায় হায়!
শিক্ষক বলতে লজ্জা লাগে
নামটা তাদের বিকৃত,
যোগ্য-অযোগ্যের খিচুড়ি রেঁধে
#১০৩২৩_এ_স্বীকৃত।
অসহায় আজ শিক্ষা-
রাস্তায় কেন শিক্ষক?
#ঘুটে_পুড়ে_গোবর_হাসে
আমজনতার দরবারে;
তারাই ছিল গুরুজন
সরকারের দরকারে।।
0 মন্তব্যসমূহ