গোমতী

✍আক্তার হোসেন
সূর্যাস্তের বিকেল বেলায়
বসে থাকি গোমতীর কূলে,
বয়ে যাওয়া নদী আমার
নেবে কি কোলে তুলে? 

নদী আমার আপন বেগে 
যাচ্ছে ভাঁটায় চলে,
স্রোতের শব্দে নদী আমার
কি যেনো সে বলে। 

ওহে নদী আমায় ফেলো
কোথায় তুমি যাও?
দূর আকাশে আমায় তুমি
সঙ্গী করে নাও।

আমারও যে ইচ্ছে জাগে
চলতে তোমার সাথে,
হাত দু–খানা বেধে রাখবো 
আমার দুটি হাতে। 

তোমার বুকে নৌকা হয়ে
ভাসবো সারারাত,
চলার পথে দেখবো আমি
নীল আকাশের চাঁদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ