✍️ কৃষ্ণ দাস
কলিমাখা দোয়াস কি সুন্দর তাহার উচ্ছসিত ধরন।
সত্যের সন্ধান করা তার অর্গাজম করণ।।
মাঝ নদীতে ডুব দিয়ে গোল্লাছুট খেলার বাহানা।
মাঝি নাদের গাঙে গাঙে গেয়ে বেড়ায় ,
ওই গো, তোমার আমার ঠিকানা দিয়ে যাও, দেবো তোমায় চার আনা।।
হইবে তা কল্পনার বাইরে যা।
কে বা জানে তার পরিচয় দিয়েছে যা।
কবে কার কাছে চাইবো কিছু।
স্বপ্ন দেখি , স্বপ্ন টানে ডাকছে পিছু পিছু।।
যাও পাখি বলো তারে নিয়া লেখো বাণী।
না হয় যেনো কারো কোনো সত্যিকারের জীবনের হানী।।
0 মন্তব্যসমূহ