✍️ পান্থ দাস,
হাঁপানিয়া, ত্রিপুরা
মা ! আজ কি ফুটবে শিউলি?
কেন গুরিয়া ?
কতটা মাস ধরে শুধু অপেক্ষা করছি একটু শিউলি ফুলটা দেখতে ৷ তুমি বলেছিলে দুর্গা পুজার সময় এই ফুলটা ফোটে, তাই আরো আমার কৌতুহল ৷ জীবনে প্রথম আমি দেখবো শিউলি ৷
আদর করে মা গুরিয়া ডাকে ৷ সবে বুঝের বয়সে পরেছে সে ৷ গুরিয়ার পুজা ঘুরা খুব পছন্দের ৷ বাবা আর মামনি কে সাথে করে সে এবারের পুজা দেখবে বলে বায়না করেছে ৷ শুধু দুর্গা পুজাই নয়, দুর্গা পুজার সাথে জরিত প্রতিটা জিনিসই তার খুব প্রিয় ৷ এবারের গুরিয়ার বিশেষ ভালোবাসা শিউলি ফুল ৷ বুঝের হয়ে এই প্রথম সে দেখবে শিউলি ৷ শুধু দুর্গা পুজার সময় ফোটে বলে শিউলির প্রতি ভালোবাসা তাঁর আরো প্রবল ৷ পাশের বাড়ির ছোট্ট টমি কেও সে এতটা পছন্দ করেনা, যতটুকু শিউলিকে করে ৷
শরৎকাল ছাড়া অন্য ঋতুতে শিউলি ফোটেনা বলে গুরিয়ার খুব কষ্ট ৷ সেই সাথেই যারা পথশিশু রয়েছে তাদের প্রতিও একই কষ্ট অনুভব করে সে ৷ গুরিয়া পুজোয জন্য নতুন জামা- নানা পোষাক উপহার হিসেবে পায় তবে সেই শিশুরা থাকে বঞ্চিত ৷ গুরিয়া ভাবে শিউলি তথা দুর্গা পুজার জন্য যেমন তার কিছু আশা, ভালোবাসা আছে সেইভাবে সেই শিশুদেরওতো কতো আশা-আকাঙ্খা আছে ৷ গুরিয়া ভাবে তাঁর অসুবিধায় বাবা-মা আছে তবে সেইসব শিশুদের তো তাও নেই ৷ তাই গুরিয়া খুব দুঃখ অনুভব করে ৷ গুরিয়া চায় শিউলির মতো সেইসব শিশুদেরও নতুন সূর্য উদয় হোক ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন