✍️ শাশ্বতী দেব
দেশের মাটিতে জন্মেছিল যাঁরা একদিন,
দুষ্ট ইংরেজদের কবল থেকে দেশকে যাঁরা করেছিল স্বাধীন।
দেশকে স্বাধীন করতে গিয়ে এগিয়ে এল যাঁরা,
উপমা হয়ে রইল আজ ভারতের কাছে তাঁরা।
ভারতমাতাকে ভালোবেসে যাঁরা দিয়ে গেল প্রাণ,
তাঁদের স্মৃতি থাকবে সবার কাছে চির অম্লান।
যাঁরা আজ বলি হল রাস্তায়,
শহীদ হওয়ার সময় ভারতমাতার গান গেয়ে প্রাণ তাঁদের যায়।
সংকল্পে ছিল তাঁরা সবাই একই,
তাঁদের নাম বরাবর সবার মুখে মুখে থাকবেই।
সহ্য করতে হয়েছিল তাঁদের অনেক কষ্ট আর যন্ত্রণা,
তাঁদের মধ্যে কেউ আমাদের জানা আবার কেউবা আমাদের অজানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন