সন্ধ্যা রাগ

   ✍️ সংগীত শীল

নীলার রক্তিম ঠোঁটে ধূসর ছাই,
কন্ঠে পুড়ে সিগারেট।

নিকোটিনের বিষন্নতা বাসা বেঁধেছে নীলার স্টেশনে 
শুনতে পাই তার আর্তনাদ।
নিঃশ্বাসে কেমন আঘাতের ক্ষত,
অদ্ভুত মায়ায় জড়িয়ে ধরলো সে বাতাসকে।

কি নিষ্ঠুর অভিযোগ!

মেঘ  উঠল ডেকে
আকাশ হল কালো 
আঁধার ঘনিয়ে নেমে এল শ্রাবণ ।
লোকালয় গড়াগড়ি খায়
অথই সাগরে ভাসে আনন্দ,
টিনের চালে শব্দ নাচে সজোরে। 

বিকেল গড়িয়ে সন্ধ্যে
এবার ফিরার পালা;
নীলা স্টেশনে দাঁড়িয়ে হাত নাড়ায়,

সবুজের বাঁকে অস্পষ্ট হয় রাগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ