স্বপ্নের বাস্তব


           ✍️ডাঃ রূপক পোদ্দার

গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি আমি,
তখন তারে জানি। তখন তারি আলোর ভাষায়
আকাশ ভরে ভালোবাসায়,
তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী।
তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,
তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।
রূপের রেখা রসের ধারায়
আপন সীমা কোথায় হারায়,
তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ