বাংলা আমার মাতৃভাষা


               ✍️বিপ্লব গোস্বামী

 বাংলা আমার মাতৃভাষা
 বাংলা আমার চির আশা।
 বাংলা আমার সব ভরসা
 বাংলা আমার জীবন সরসা।

 বাংলায় আমার জন্ম তাই
 পৃথিবীর রূপ দেখিতে না চাই।
 বাংলায় দেখি প্রথম সবিতা
 তাই লিখি বাংলায় কবিতা।

 যে ভাষার রাখতে মান 
 ঊনিশ একুশ নিলো প্রাণ।
 এপারে ঊনিশে ওপারে একুশে
 তাইতো বাংলার মান  সর্ব দিশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ