সম্পাদকীয়......................................✍️
নবোন্মেষ পত্রিকা, ৩১ মার্চ ২০২৩ শনিবারঃ
আমাদের দৈনিক মনোযোগ চর্চা নানান ভাবে করে থাকি। গান শুনে-গান গেয়ে, ছবি এঁকে, একাকী প্রাকৃতিক শান্ত পরিবেশে এবং লেখালেখিতে। সব-কটির মেলা হয়ে থাকে মানুষের বাহ্যিক জগতে এবং মনের গভীরে। তেমনি সাহিত্য চর্চা আমাদের মনোজগতে প্রতিনিয়ত হচ্ছে, তারই বহিঃপ্রকাশ হল বইমেলা। বইমেলায় যে শুধু বই কেনাকাটা হয়না এমনটা নয়, সেখানে মনের মেলা এবং প্রাণের মেলাও হয়ে থাকে৷ কত নতুন কবির জন্ম হয় আর কত প্রবীণ কবির লেখনীর দর্পণ পরিষ্কার হয় তা বলা মুশকিল! আগরতলা বইমেলা ৪১ বছরের পুরোনো। প্রথম শুরু হয়েছিল আগরতলার শিশু উদ্যানে। আর সেই থেকে আজ এই প্রাণের মেলা পৌঁছিয়েছে হাঁপানিয়াতে এবং কবি-লেখকের সংখ্যাও অনেক উপরে পৌঁছেছে। আমরা আশাবাদী আরো যাতে আকাশছোঁয়া হয় আগরতলা বইমেলা। সবার জন্য শুভকামনা রইলো৷
ধন্যবাদান্তে
গৌরাঙ্গ সরকার (সম্পাদক, নবোন্মেষ)
শিবশংকর দেবনাথ( সহসম্পাদক, নবোন্মেষ)
0 মন্তব্যসমূহ