একটি চশমা

✒️রূপঙ্কর পাল

.
দুটো কাঁচের টুকরো
ঝাঁপসা থেকে পরিষ্কার,
অন্ধকার হয়না তবে আলো
ভালো হতো, যদি হতো...

২.
সাদা-কালো-রঙিনের দুনিয়ায়
ইচ্ছে আর অনিচ্ছায় সাজিয়ে নেয়া–
ঠিক তখনই বস্তুখানি নিজের দুনিয়ায়
বড্ড আপন, পাল্টানো স্বভাব বহাল;

৩.
একটি চশমা সাথী হারা
হয় যখন, অনাদরে অবহেলায়
ঘরের কোণায় দিন যাপন,
কান্না কিন্তু সমাজ দেখেনা, নীরব;

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ