✍️ সুজন দেবনাথ
কত যে ভাইয়ের রক্তে রাঙিয়ে
স্মরণে আজ একুশে ফেব্রুয়ারি।
আমরা ভুলবো না কভু সেই কথা
সদা স্মরণে থাকবে তুমি সবারই।।
আমি বাঙালি, এই বাংলা আজি
তোমার আমার সবার অহংকার।
কত বাঙালির মহান ত্যাগে আজ
বাংলা হয়েছে আমাদের অলংকার।।
অথচ মর্ডান যুগের বাঙালি আজ
ভুলে যাচ্ছি আমাদের সেই আদর্শ।
যেই ভাষাকে মর্যাদা দিতে বাঙালির
আঘাতে আঘাতে কেটেছে কত বর্ষ।।
মোদের গর্ব, আশা প্রিয় বাংলাভাষা
আজ চেয়ে দেখো তার কি অবগতি।
স্বদেশি বন্ধনা ছেড়ে বিদেশি চর্চায়
বাঙালির আজ হয়েছে ভ্রষ্ট মতি।।
উন্নতি হয়েছে বাঙালির চিন্তাধারা
তাই চেতনায় ধরাচ্ছে মলিন ঘুন।
বিদেশি শিক্ষায় সবে শিক্ষিত হচ্ছে
ক্রমান্বয়ে স্বদেশ টাকে করছে খুন।।
0 মন্তব্যসমূহ