'নবোন্মেষ সুকান্ত সম্মাননা'-২০২১, পান বিশিষ্ট উদীয়মানা কবি সঞ্চয়িতা শর্মা। ২৫শে ফেব্রুয়ারী 'জ্ঞান বীক্ষণ প্রকাশনী' গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে 'নবোন্মেষ' পত্রিকার সম্পাদক শ্রী গৌরাঙ্গ সরকার মহাশয় 'সম্মাননা' উত্তরীয় এবং প্রশংসাপত্র সহ তুলে দেন কবির হাতে।

'নবোন্মেষ সুকান্ত সম্মাননা'-২০২১,  পান বিশিষ্ট উদীয়মানা কবি সঞ্চয়িতা শর্মা। ২৫শে ফেব্রুয়ারী 'জ্ঞান বীক্ষণ প্রকাশনী' গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে 'নবোন্মেষ' পত্রিকার সম্পাদক শ্রী গৌরাঙ্গ সরকার মহাশয় 'সম্মাননা' উত্তরীয় এবং প্রশংসাপত্র সহ তুলে দেন কবির হাতে। সম্পাদক মহাশয় জানান যে, সবাই ভালো লেখেন, একজনকে নির্বাচন করা খুবই কঠিন কাজ। তাই উদীয়মান কবিদের শুধু লেখা নয়, আচার-আচরণ, ব্যবহার, শিষ্টাচার, সামাজিক কাজ, কথা-বার্তা সবকিছু দেখে নির্বাচন করা হয়েছে। তিনি আরো জানান, তিনি সব সময় নবীনদের সাহিত্য ক্ষেত্রে মন-প্রাণ দিয়ে সহযোগিতা করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ