দেশ জননীর বার্তা


                ✍️সঞ্চয়িতা শর্মা 

আমি তো তোদের 
সকলেরই জননী।
মম এ বক্ষে মিলেমিশে গেছে
সব অবরোধ বাণী।
ত্রিবর্ণ রঙের আঁচল পেতে
পালন করেছি সবে।
আগলে রেখেছি সন্তান মোর
ঐক্যে সগৌরবে।
ভাইয়ে ভাইয়ে বিভেদ কোথায়?
মা তো সবার এক।
প্রস্তাবনায় মায়ের ছবিটা 
একবার খুলে দেখ।
এক হয়ে যবে,মিলেমিশে সবে,
মায়ের বক্ষজুড়ে,
আনন্দে মোর বুক ভরে উঠে 
সকল ছেলের তরে।
রত্নগর্ভা জননী যে আমি 
সন্তানের গরবে,
শৌর্যে বীর্যে সন্তান মম
একহয়ে সদা রবে।
শান্তির রঙে নীলাভ চক্র 
অক্ষয় হোক তবে,
জগৎ সভায় জননী তোদের
শ্রেষ্ঠ আসন লবে।
         

একটি মন্তব্য পোস্ট করুন