✍️ সুমিতা স্মৃতি
শীতকাল মানেই হল নিত্যনতুন আয়োজন।
নতুন নতুন খাবার রেসিপি সময় প্রয়োজন।।
চারদিক থেকে ভেসে আসে পিকনিক পিকনিক গন্ধ।
মনের কোনে জেগে ওঠে হাজার আনন্দ।।
শীতকাল মানেই হল মেলা মেলা ভাব।
পিঠে পুলির গন্ধে উৎফুল্ল মনোভাব।।
শীতকাল মানেই হলো পৌষ পার্বণের আগমন।
দুপুরের হালকা রোদের তাপে আনন্দিত মন।।
শীতকাল মানেই হল উঠোনে আলপনা আঁকা।
কুয়াশার আস্তরনে চারদিক পড়ে ঢাকা।।
ভালো লাগে শীতের সন্ধ্যায় আগুন পোহানো।
কুয়াশার আস্তরন স্পর্শ করে ঠোঁটে লাগানো।।
শীতকাল মানেই হল আনন্দের সমারোহ।
খাওয়া-দাওয়া এবং ঘুরতে যাওয়ার আগ্রহ।।
0 মন্তব্যসমূহ